আসসালামু আলাইকুম, অনেক সময় দরকার হয় ২ বা ৩
ফেসবুক একাউন্ট চালাতে ,আর এই ট্রিক্স টা হয়তো
অনেক জ্ঞাণী গুনী জানেন কিন্তু দুখের বিষয় হল – তারা
চান না অনেকের উপকার হোক তাই তারা শেয়ার করেন
না বা কাউকে জানান না। যাহোক আমি সংক্ষেপে
একটি টিউন লিখছি, ভুল হলে মাফ করবেন, কোন সাজেশন
থাকলে ভদ্র ভাবে বলবেন।
Step 1 :
আপনার মেসেঞ্জার এপ ওপেন করুন ;
Step 2 :
ডান পাশে শেষ ট্যাব এ যান (১ প্রফাইল এর মত মাথায়
ক্লিক করুন)
Step 3 :
নিচের দিকে যান ও দেখুন লেখা আছে SWITCH
ACCOUNT,
Step 4.
এর পর দেখুন একটা প্লাস + এর চিহ্ন আছে, ডান পাশে
উপরে, ক্লিক
Step 5 :
যে আইডই এড করতে চান তা লগিন ও পাসওয়ার্ড দিয়ে
এড করুন, তবে টিক উঠিয়ে দিবেন
Step 7 Tick matter:
টিক থাকলে প্রতিবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে,
সেহেতু কয়েক্টী একাউন্ট এড করার মানে হয়না, টিক
উঠিয়ে দিলে আর আপনার ফোনে পাসোয়ার্ড চাইবেনা।
এর পর আপনি কোন একাউন্ট থেকে অন্য একাউন্ট এর
ইনবক্স এ যেতে হলে, শুধু নামের উপর ক্লিক করুন, আর
কন্টিনিউ ক্লিক করুন—-
No comments
thank you for your comment