বিসমিল্লাহির রাহমানির রাহীম
Welcome to Tecall24.com™

Welcome my website www.tecarif24.com by Arif

ফেইসবুকে এবার নির্দিষ্ট কোনো বন্ধুর কাছে নিজেকে অফলাইন রাখুন

আমরা ফেইসবুক এ মাঝে মাঝে বিভিন্ন কারনে চ্যাট

অফ করে রাখি অন্যের কাছে নিজেকে অফলাইন রাখার

জন্য। যেমনঃ ধরেন আপনার বড় ভাই আপনার ফেবু ফ্রেন্ড।

আপনাকে ফেবুতে দেখলে আপনাকে রাগ দেখায়। কিন্তু

ফেবুতে যেতেই হবে। তখন আপনি চ্যাট অফ করে ফেবু

চালান। আর এর মাধ্যমে আপনি আপনার অন্য ফ্রেন্ডস

দের কাছেও অফলাইন হয়ে যান। বেপারটা মোটেও

ভালো না।

এখন থেকে আপনি চাইলে নিজেকে নির্দিষ্ট ফ্রেন্ড এর

কাছে নিজেকে অফলাইন রাখতে পারবেন। আশা করি

উপকার হবে। তো কাজ শুরু করা যাক।

প্রথমে http://web.facebook.com (Web view) তে ফেইসবুক এ

যান। web view অন করতে ডিফল্ট ব্রাউজার/ক্রোম/

ফায়ারফক্স এ ঢুকেন। মেনু থেকে Desktop view/web view

তে টিক চিনহ দিন। Reload হলে web view অন হবে।

এখন সবার উপরে ডান দিকের মেসেজ আইকনে ক্লিক

করুন। যার কাছে অফলাইন থাকতে চান তার নামের উপর




ক্লিক করুন।

এখন নিচের স্ক্রিনশট দেখুন।

স্ক্রিনশট এর মতো প্রথমে সেটিং এ চাপুন। তাহলে কিছু

অপশন সংবলিত একটা ডায়লগ বক্স আসবে। সেখান থেকে

Turn off chat for (Friends name) এ ক্লিক করুন। তাহলেই

তার কাছে আপনাকে অফলাইন দেখাবে। আর অন্য সবার

কাছে থাকবেন অনলাইন।

ধন্যবাদ


No comments

thank you for your comment

Copyright ©2017-2018 Developed By: Arif, ICT Cell, tecarif24.com

Powered by Blogger.