বিসমিল্লাহির রাহমানির রাহীম
Welcome to Tecall24.com™

Welcome my website www.tecarif24.com by Arif

গ্রামীণফোনের নতুন কোড নম্বর ০১৩ তৈরি করতেছে।



০১৭ এর পাশাপাশি গ্রামীণফোন নতুন কোড নাম্বার ( নাম্বার স্কিম) ০১৩ বরাদ্দ পেয়েছে।
অপারেটরটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) এই নম্বর স্কিম বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল।
তিনি বলেন, ‘গ্রামীণফোনের জন্য ০১৭ নম্বর স্কিমে বরাদ্দ ছিল ১০ কোটি নম্বর। নম্বরগুলোর বিক্রি প্রায় শেষের দিকে। তাই আমরা ০১৩ নম্বর স্কিমের জন্য আবেদন করেছিলাম। যার প্রেক্ষিতে বিটিআরসি সেটি অনুমোদন করেছে। আমরা ০১৩ নম্বর স্কিমের অনুমোদনপত্র পেয়েছি। আমাদের নেটওয়ার্কের উন্নয়নসহ কিছু কাজ রয়েছে। কাজ শেষ হলেই আমরা ০১৩ চালু করব।’
জানা গেছে, আসছে নভেম্বরের মধ্যে গ্রামীণফোনের জন্য বরাদ্দকৃত ১০ কোটি নম্বরের কোটা শেষ হয়ে যাবে। এর আগে বা পরে চালু হতে পারে ০১৩। সে সময় গ্রামীণফোনের নতুন ব্যবহারকারীদের ডায়ালিং কোড নম্বর হবে ০১৩।

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নম্বর সংকট সমাধানে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নতুন প্রিফিক্সের নম্বর দিতে রাজি, তবে এ ক্ষেত্রে শর্ত আরোপ হতে যাচ্ছে। বিষয়টি নিয়ে গতকাল রবিবারও বিটিআরসিতে বৈঠকে হয়েছে। বৈঠকে গ্রামীণফোনকে ০১৩ প্রিফিক্সের নাম্বার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিভিন্ন শর্ত আরোপের প্রস্তাব ওঠে। তবে তা চূড়ান্ত হয়নি। বিটিআরসি সূত্র জানায়, গত বুধবার প্রতিষ্ঠানটির সভায় গ্রামীণফোনকে তাদের নম্বর সংকট সমাধানের জন্য ০১৩ প্রিফিক্সের নম্বর দেওয়ার পক্ষে মত প্রকাশ করা হলেও পরে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। বিটিআরসির চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ গত রাতে কালের কণ্ঠকে জানান, ছোট একটি শর্তে গ্রামীণ ফোনকে ০১৩ প্রিফিক্সের নাম্বার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে শর্তটি এখন বলতে চাই না। গ্রামীণফোন বিটিআরসিকে জানিয়েছে, তাদের বর্তমান ০১৭ প্রিফিক্সের ১০ কোটি নম্বরের বেশির ভাগই বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে যাওয়া এসব নম্বরের মধ্যে চালু নেই এমন নম্বরের সংখ্যাও কম নয়। কিন্তু অব্যবহৃত ওই সব নম্বরের সিম অন্য কারো কাছে বিক্রির জন্য নোটিশ পিরিয়ডসহ মোট ৫৪০ দিন অপেক্ষা করতে হবে। আবার কিছু নম্বর রয়েছে সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত। এ অবস্থায় গ্রামীণফোন তাদের নতুন প্রিফিক্সের নম্বর দেওয়ার জন্য বিটিআরসির কাছে আবেদন করে। সে আবেদনের পরিপ্রেক্ষিতেই বিটিআরসি গ্রামীণফোনের নতুন প্রিফিক্সের নম্বর বরাদ্দের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ বিষয়ে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের বর্তমান নম্বর সিরিজ খুব শিগগির শেষ হয়ে যাবে। ০১৭ সিরিজের প্রায় তিন কোটি নম্বর গ্রাহকরা ব্যবহার করছেন না। এগুলো আবার চালু করতে ১৮ মাস অপেক্ষা করতে হবে। যে নম্বরগুলো এখনো ফ্রি রয়েছে সেগুলো আগামী তিন-চার মাসের মধ্যে বিক্রি হয়ে যাবে। অবৈধ ব্যবহার ও সঠিকভাবে নিবন্ধন না করার কারণে কিছু নম্বর ব্লক হয়ে আছে। সশস্ত্র বাহিনীর জন্য কিছু নম্বর সংরক্ষিত রয়েছে। সব মিলিয়ে এখন আমরা নতুন সিরিজের নম্বর না পেলে আগামী নভেম্বর মাস থেকে নতুন গ্রাহকদের আর কোনো সংযোগ দিতে পারব না। বিটিআরসি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না তা আমাদের জানানো হয়নি। তবে আমরা ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ মাহমুদ হোসেন বলেন, ‘২০১৫ সালের শুরুতে আমরা নতুন নম্বর প্ল্যানের জন্য বিটিআরসিতে আবেদন করেছি। আশা করছি ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের স্বার্থে বিটিআরসি খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের এ বিষয়ে অনুমোদন দেবে।’ বিটিআরসির তথ্যানুসারে, গত ৩০ জুন পর্যন্ত গ্রামীণফোনের সংযোগ সংখ্যা ছিল পাঁচ কোটি ৭০ লাখের কাছাকাছি। ওই বছরের ১৪ অক্টোবর অনুষ্ঠিত বিটিআরসির ১৯০তম সভায় বিষয়টি উত্থাপন করেন নিয়ন্ত্রক সংস্থাটির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। সভায় গ্রামীণফোনের ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যবহৃত সিম আবার বিক্রির মেয়াদ আগের ২৪ মাস থেকে কমিয়ে ১৫ মাস (নোটিশ পিরিয়ডসহ ৫৪০ দিন) নির্ধারণ করা হয়। এদিকে ০১৩ প্রিফিক্সের নম্বর ছাড়াও বিটিআরসির হাতে রয়েছে ১০ সংখ্যার ০১০, ০১২ ও ০১৪ সিরিজের নম্বর। বরাদ্দ দেওয়া রয়েছে সিটিসেলের জন্য ০১১, টেলিটকের জন্য ০১৫, এয়ারটেলের জন্য ০১৬, গ্রামীণফোনের জন্য ০১৭, রবির জন্য ০১৮ ও বাংলালিংকের জন্য ০১৯ প্রিফিক্সের নম্বর। এসব প্রিফিক্সের নম্বরের সঙ্গে সমন্বয় রেখে বিটিআরসি ০২১, ০২৫, ০২৬, ০২৭, ০২৮, ০২৯ সিরিজের নম্বরও চালু করতে পারে। বর্তমানে মোবাইল অপারেটরদের জন্য নির্দিষ্ট প্রিফিক্সের নম্বর ওই অপারেটরের পরিচয় বহন করলেও দেশে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা চালু হলে তা করবে না।

No comments

thank you for your comment

Copyright ©2017-2018 Developed By: Arif, ICT Cell, tecarif24.com

Powered by Blogger.