বিসমিল্লাহির রাহমানির রাহীম
Welcome to Tecall24.com™

Welcome my website www.tecarif24.com by Arif

পবিত্র রমজান মাসে হলো ত্যাগের মাস। অর্থ্যাত এ মাসে সকল খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা যায়। এই মাসটি ক্ষমা পাওয়ার মাস, এই মাসটি অশেষ সওয়াব হাসিলের মাস।
এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই মাসেই এমন রাত আছে যে রাত হাজার মাসের চেয়েও উত্তম।
ফলে মুসলিম উম্মাহর জন্য এই মাসের গুরুত্ব বলে শেষ করা যাবে না।

যে ব্যক্তি রমযানের প্রতিটি রাতে নিম্নোক্ত দোয়া পড়বে তার চল্লিশ বছরের গুনাহ মাফ করা হবে :
ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺭَﺏَّ ﺷَﻬْﺮِ ﺭَﻣَﻀَﺎﻥَ ﺍﻟَّﺬِﻱْ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﻓِﻴْﻪِ ﺍﻟْﻘُﺮْﺁﻥَ ﻭ ﺍﻗْﺘَﺮَﺿْﺖَ ﻋَﻠَﻰ ﻋِﺒَﺎﺩِﻙَ ﻓِﻴْﻪِ ﺍﻟﺼِّﻴَﺎﻡَ ﺻَﻞِّ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَ ﺁﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَ ﺍﺭْﺯُﻗْﻨِﻲْ ﺣَﺞَّ ﺑَﻴْﺘِﻚَ ﺍﻟْﺤَﺮَﺍﻡِ ﻓِﻲْ ﻋَﺎﻣِﻲْ ﻫَﺬَﺍ ﻭَ ﻓِﻲْ ﻛُﻞِّ ﻋَﺎﻡٍ ﻭَ ﺍﻏْﻔِﺮْﻟِﻲْ ﺗِﻠْﻚَ ﺍﻟﺬُّﻧُﻮْﺏَ ﺍﻟْﻌِﻈَﺎﻡَ ﻓَﺈِﻧَّﻪُ ﻟَﺎ ﻳَﻐْﻔِﺮُﻫَﺎ ﻏَﻴْﺮُﻙَ ﻳَﺎ ﺭَﺣْﻤَﺎﻥُ ﻳَﺎ ﻋَﻠَّﺎﻡ
ُ অর্থ: হে আল্লাহ্! হে রমযান মাসের প্রভু! যে মাসে তুমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছ এবং এ মাসে তুমি তোমার বান্দাদের ওপর রোজা ফরজ করেছ। হে আল্লাহ্! হযরত মুহাম্মাদ (সা.) ও তাঁর বংশধরদের ওপর সালাম ও দরূদ প্রেরণ কর। এ বছর এবং প্রতি বছর তোমার পবিত্র ঘর কাবায় হজ্ব করার তৌফিক দান করো। আমার সকল বড় পাপ ক্ষমা করে দাও। কেননা, তুমি ছাড়া আর কেউই পাপ ক্ষমা করতে পারে না। হে দয়ালু ও সর্বজ্ঞানী!

No comments

thank you for your comment

Copyright ©2017-2018 Developed By: Arif, ICT Cell, tecarif24.com

Powered by Blogger.