ফেসবুক সম্প্রতি এ ধরনের একটি প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে। আবেদনে বলা হয়েছে, মেসেঞ্জারে সেন্ড বাটন চাপার পর তা ভুল মনে জলে ফোনটি ঝাঁকালে বা সেন্ডিং অ্যানিমেশনটির ওপর চেপে ধরলে একটি অপশন আসবে যাতে প্রেরক আর ওই বার্তাটি দেখতে পাবে না। এতে শুধু সাম্প্রতিক বা সর্বশেষ পাঠানো বার্তা মোছা যাবে। পুরোনো বার্তা থেকে যাবে।ফেসবুকে মেসেঞ্জারে পাঠানো বার্তা কি ফেরত আনতে চান? ফেসবুক সে সুবিধা দিতে যাচ্ছে। অনেক সময় বার্তা পাঠানোর পর অনেকে আফসোস করেন। মুছে দিতে চান। কিন্তু একবার বার্তা পৌঁছে গেলে তা আর মুছে ফেলা যায় না। তবে ফেসবুক নতুন যে সুবিধা আনছে তাতে পাঠানো মেসেজটি প্রাপকের ইনবক্স থেকে সরিয়ে ফেলা বা মুছে দেওয়ার সু যোগ পাবেন প্রেরক।
ফেসবুক সম্প্রতি এ ধরনের একটি প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে। আবেদনে বলা হয়েছে, মেসেঞ্জারে সেন্ড বাটন চাপার পর তা ভুল মনে জলে ফোনটি ঝাঁকালে বা সেন্ডিং অ্যানিমেশনটির ওপর চেপে ধরলে একটি অপশন আসবে যাতে প্রেরক আর ওই বার্তাটি দেখতে পাবে না। এতে শুধু সাম্প্রতিক বা সর্বশেষ পাঠানো বার্তা মোছা যাবে। পুরোনো বার্তা থেকে যাবে।ফেসবুকে মেসেঞ্জারে পাঠানো বার্তা কি ফেরত আনতে চান? ফেসবুক সে সুবিধা দিতে যাচ্ছে। অনেক সময় বার্তা পাঠানোর পর অনেকে আফসোস করেন। মুছে দিতে চান। কিন্তু একবার বার্তা পৌঁছে গেলে তা আর মুছে ফেলা যায় না। তবে ফেসবুক নতুন যে সুবিধা আনছে তাতে পাঠানো মেসেজটি প্রাপকের ইনবক্স থেকে সরিয়ে ফেলা বা মুছে দেওয়ার সু যোগ পাবেন প্রেরক।
No comments
thank you for your comment