বিসমিল্লাহির রাহমানির রাহীম
Welcome to Tecall24.com™

Welcome my website www.tecarif24.com by Arif

আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ফেইসবুক প্রোফাইলে ট্যাগ করতে পারবে না।

আজ আমি আপনাদের ছোট্র একটা সমাধান দিব।যা আপনার কাছে,আমার কাছে বা প্রায়ই সবার কাছেই বিরক্তিকর একটা বিষয়।আমরা অনেকেই সোসিয়াল সাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি http:// www.facebook.com এই সাইট ভিজিট করি।আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের টাইমলাইনে অন্য কেউ ট্যাগ করেছেন বাজে বা বিরক্তিকর স্ট্যাটাস।
আপনি জানেন না অথচ আপনার ফটতে ট্যাগ করা হচ্ছে।যা আপনার জন্য খুব খারাপ।বর্তমানে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন এতে আপনার অনুমতি ছাড়া আর কেউ আপনার ফটো বা টাইমলাইনে ট্যাগ করতে পারবে না।এ জন্য আপনাকে যা করতে হবে নিচে দেওয়া হল।
প্রথমে Settings এ যেতে হবে।
নিচের চিত্র লক্ষ্য করুন।
এর পর বাম পাশের অপশন থেকে Timeline and Tagging এ ক্লিক করুন।
এরপর Review posts friends tag you in before they appear on your timeline এখানে off থাকলে on করে দিন। হয়ে গেলো কাজ ধন্য্যবাদ আমাদের সাথে থাকার জন্য

No comments

thank you for your comment

Copyright ©2017-2018 Developed By: Arif, ICT Cell, tecarif24.com

Powered by Blogger.